সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ইসলামপুর জামে মসজিদ পুননির্মাণের লক্ষে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) মো. আমিনুর রহমানের পরিচালনায় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব জনাব মাওলানা মো. আফরোজ আলী সাহেবের দোয়ার মধ্য দিয়ে বহুতল বিশিষ্ট জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন (এয়ানের) কাজ শুরু হয়।

ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন জামে মসজিদের মোতাওয়াল্লি জনাব মো. গিয়াস উদ্দিন, গ্রামের প্রবীণ মুরুব্বি জনাব মো. আব্দুল মছব্বির (সাবেক মেম্বার), জনাব আলহাজ্ব আছদ্দর আলী (লন্ডন প্রবাসী), জনাব আলহাজ্ব মো. আব্দুছ ছালাম (লন্ডন প্রবাসী), মো. বশর হোসেন (সৌদি আরব প্রবাসী), মো. আবুল মিয়া, আব্দুল জফুর, ফারুখ মিয়া, সৈয়দ রুহুল আমিন, আব্দুল লতিফ, বসর মিয়া, আতাউর রহমান (আতা), আবু সাঈদ, মো. সমির, আঈন উদ্দিন, জমির উদ্দিন, জুনেদ আহমদ, আবু নাসের, শাবুল মিয়া, রুবেল আহমদ। এছাড়া এসময় উপস্থিত ছিলেন অনুচন্দ, বুধরাইল, মোরাদাবাদ ও সোনাতনপুর গ্রামের সম্মানিত মুরুব্বিয়ানে কেরামগনসহ প্রমুখ।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী ইসলামপুর জামে মসজিদ জগন্নাথপুর উপজেলার অনেক পুরোনো একটি মসজিদ। এটি ১৮৪৪ ইংরেজি সনে স্থাপিত হয়।








একটি মন্তব্য করুন

নবীনতর পূর্বতন