ইসলামপুর জামে মসজিদ (ইংরেজি: Islampur Jame Masjid) বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দ শাহারপাড়ায় ইউনিয়নে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। প্রাচীন এই মসজিদটি ইউনিয়নের ইসলামপুর গ্রামের পশ্চিম পাড়ার শেষ সিমান্তে অবস্থিত। এটি জগন্নাথপুর উপজেলার অন্যতম প্রাচীন একটি মসজিদ। অষ্টাদশ শতকের চতুর্থার্ধে এই মসজিদটি প্রথম নির্মাণ করা হয়েছিল। ঐতিহাসিক সূত্রে জানা যায়, রুয়াইত উল্লাহ মুন্সি সাহেব এটি প্রথম নির্মাণ করেছিলেন। এবং পরে ১৯৭৭ সালে এটি পুনঃনির্মাণ করা হয়। শুরুতে মসজিদটি স্বল্প পরিসরে ছিল। সামনে একটি পুকুর ছিল। উওর দক্ষিণ দুপাশে কবরস্থান ছিল। কিছু দিন আগে সামনের পুকুরটি ভরাট করে অন্যত্র নেওয়া হয়েছে। বর্তমানে মসজিদের উত্তর পার্শে ছোট একটি পুকুর আছে। কথিত আছে, এই মসজিদের নামানুসারেই গ্রামের নাম করণ করা হয়েছিল। আবার অনেকে বলেন, গ্রামের নামে মসজিদের নাম করা হয়েছিল। বর্তমানে ইসলামপুর গ্রামবাসী এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে থাকেন।
একটি মন্তব্য পোস্ট করুন