শাহ জালাল উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Shah Jalal High School), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের একটি মাধ্যমিক বিদ্যালয়। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ শাইখ আল মাসায়েক হযরত শাহ জালাল আল-মুজাররদে ইয়্যামনির নামে এর নামকরন করা হয়েছে। শাহজালাল উচ্চ বিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০০৭ সাল থেকে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত একাডেমিক পাঠদান দেওয়া হয়। যদিও শুরুতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত একাডেমিক পাঠদান দেওয়া হত। বিদ্যালয়টি ইসলামপুর, উলুচন্দ, মুরাদাবাদ, বুধরাইল, সোনাতনপুর, আহমাদাবাদ, কুড়িহালতেঘরীয়া এই আট গ্রামের বিশিষ্টজনদের যৌথ উদ্যোগে গড়ে উঠে। তাই এই আট গ্রামের শিক্ষার্থীরা এখানে পড়াশুনা করে। এছাড়া উলুকান্দি, বু্রহানপুর ও অন্যান্য গ্রামের ছাত্র ছাত্রীও এই স্কুলে পড়ালেখা করতে আসে। এই স্কুলটি প্রথমে কটকা মৌজায় হওয়ার কথা ছিল যাতে আটটি গ্রামের মধ্যস্থানে এর অবস্থান হয়। কিন্তু কোন এক অজানা কারনে এখানে না হয়ে মোরাদাবাদের পশ্চিম সিমান্তে এর ভবন নির্মাণ করা হয়। বিদ্যালয়টি অত্র এলাকার বিশিষ্টজনদের অর্থায়নে গড়ে উঠে।
শাহ জালাল উচ্চ বিদ্যালয় ইসলামপুর সৈয়দপুর শাহারপাড়া জগন্নাথপুর সুনামগঞ্জ
নবীনতর পূর্বতন